আসুন এবার একটু শেকড়ের টানে উৎসপানে যাই, নিজেকে খুঁজে ফিরি স্মৃতির মণিকোঠায়।
>আগের পুনর্মিলনীতে শেকড়ে জলসিঞ্চন করেছিলাম,সবাই জানেন;
>আগামী দোসরা ফেব্রুয়ারি ২০২৪, ৪র্থ পুনর্মিলনীর আয়োজন হচ্ছে; সবাই জানেন।
>৩১শে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করতে হবে, এটাও সবাই জানেন।
>৩১শে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে স্মরণিকার জন্য লেখা জমা দিতে হবে, এটাও নতুন করে জানানোর কিছু নেই!
আরে, আপনারা দেখছি সবই জানেন। নতুন করে জানানোর কিছুই নেই! কিন্তু কিছু মনে হয় রয়ে গেছে বাকি, এই বাকিটুকুই আপনাদের জানার বাইরে। ঝটপট জানিয়ে দিচ্ছি:
১/ বিষয়: পুনর্মিলনী উপলক্ষ্যে স্যুভেনির প্রকাশ
২/ লেখা জমাদানের তারিখ: ৩১শে ডিসেম্বর ২০২৩
৩/ লেখার বিষয়:
ক) গল্প: শব্দসীমা – ২০০০
খ) কবিতা: চরণসীমা – ২৪
গ) স্মৃতিচারণ: শব্দসীমা ১৫০০
ঘ) নিবন্ধ/কথিকা: শব্দসীমা ১৫০০
৪/ অনুসরণীয় : প্রমিত/নির্ভুল বানানরীতি (যতটা সম্ভব);
৫/ পরিহার্য: ত্রুটিপূর্ণ বাক্যগঠন, ভুল বানান, সময়সীমা অতিক্রম, শব্দসীমা অতিক্রম;
৬/ লেখার মাধ্যম: কম্পিউটার/ সেলফোনে টাইপকৃত নিকস/সুতন্বী এমজে ফন্ট ওয়ার্ড ও পিডিএফ ফাইল
৭/ অগ্রহণীয় : হস্তলিপি, একের অধিক লেখা;
৮/লেখা নির্বাচন: স্যুভেনির কমিটির এখতিয়ার;
আর কিছু কি জানার অবশিষ্ট? এই যাহ, আসল কথাই তো বলা হয়নি। লেখা নিশ্চয়ই আকাশের ঠিকানায় পাঠাবেন না? তাহলে নিচের কারো কাছে পাঠিয়ে দিন যত দ্রুত পারেন:
১. মনিরুল ইসলাম
মোবাইল : 01711460833
মেইল : monirulislam317@gmail.com
২. মাসুদুল হাসান শাওন
মোবাইল : 01712176837
মেইল : mhshaon69@gmail.com
৩. আব্দুল আজিজ
মোবাইল : 01711198263
মেইল : azizbngcl@gmail.com
৪. মাহবুবা হক রুমা
মোবাইল : 01739493830
মেইল : mahbubahaque123@gmail.com
৫. সুলতানা রাজিয়া
মোবাইল : 01712120071
মেইল : sultanarazia21977@gmail.com
হাতে কিন্তু সময় খুব বেশি নেই, এখনই লিখতে শুরু করে দিন আর পাঠিয়ে দিন ওপরের যে কারো কাছে। সবার জন্য শুভকামনা।